মনে পড়ে
এই পুরাতন বিকেল, মনে পড়ে তোর
অনেক বছর আগে আঙ্গুল এ আঙ্গুল রেখে হেঁটে ছিলেম
সে সব কথা মনে পড়ে তোর?
সে সব এখন অনেক পুরাতন
ধুলো পড়া স্মৃতি, তোর কি মনে পড়ে??
হুম্ , মনে না পড়ার ই কথা।
স্মৃতি জমাট বাঁধে, পাথর হয়ে যায়।
প্রতিদিন নতুন জলকণা নদীর তীর ছুঁয়ে যায়
তুই ও কি তেমনি, নতুন ছোঁয়ার স্বপ্নে বিভোর
স্বপ্ন দেখার শেষ,
নতুন ভোরের আলোর সাথে সাথে স্বপ্নের সমাপ্তি।
Comments
Post a Comment