কার্গিল দিবস
কার্গিল দিবস (Kargil Vijay diwas):
ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন।
একটা ঐতিহাসিক বিজয় দিবসের দিন। সমস্ত ভারতবাসী কে এই বিজয় দিবসের শুভেচ্ছা রইল।
আমরা আক্রমণ করি না, আক্রমণ এর জবাব আমাদের দিতেই হয় নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে। আমরা আমাদের সুরক্ষা নিশ্চিত করেছি এই বিজয় দিবসের মাধ্যমে।
২৬ জুলাই, স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে সবথেকে গৌরবের দিন,
১৯৯৯ এর আজকের দিনেই প্রায় ৬০ দিন ধরে চলা ভারতবর্ষের ইতিহাসের সবথেকে বড় যুদ্ধ" কার্গিল যুদ্ধে" আমাদের " অপরেশন বিজয় "জয়লাভ করে। পাকিস্তানকে যে জবাব ভারতীয় সেনা যুদ্ধে দিয়েছিল আজ২১ বছর পরেও সেটা পাকিস্তানের হাঁটু কাঁপায়।
"কার্গিল বিজয় দিবস" শুধু আমাদের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে নয়, তাদের পরাক্রমকে মনে করাতে নয়, এইদিন আমাদের প্রত্যেককে বারবার মনে করিয়ে দেয় " পৃথিবীর সবথেকে শক্তিশালী সেনারা দাঁড়িয়ে আছে আমাদের জন্যে ,আমরা সুরক্ষিত"
Thanks 😊
`seo tips
ReplyDeleteআপনি তো আমার পেজ থিম দেখেছেন.. ভালো Professional page থিম কোথায় পাবো?
Delete