“যত কঠিন সংঘর্ষ হবে, বিজয়ের আনন্দ ততই মধুর হবে”
“যত কঠিন সংঘর্ষ হবে,
বিজয়ের আনন্দ ততই মধুর হবে”
পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি
হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে
সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে!
পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো-
তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে
যেমন মনোভাব পোষণ করবে ঠিক
তেমনটাই ফিরে পাবে প্রতিদানে।
Comments
Post a Comment