মধ্যবিত্ত
যখন অনেক ছোট ছিলাম তখন বুঝতাম না অনেক কিছুই। জীবন টা একটা যুদ্ধের থেকে কম নয়। আমাদের এই পশ্চিম বঙ্গে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক সন্তানের জীবন টা কতটা কষ্টকর, তাকে কত পরিশ্রম করতে হয় জীবনে সফল হওয়ার জন্য। জীবন প্রতিপদে শিখিয়ে দেয় নতুন কিছু, আর সেসব শিক্ষা কোনো সাধারণ শিক্ষা না, কঠোর বাস্তব অভিজ্ঞতা। জীবনের প্রতিটি পাতায় নতুন কিছু কষ্ট অপেক্ষা করে থাকে। তবু হাল ছেড়ে দিলে চলে না, জীবনের পথে হেঁটে যেতে হয়।